Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

পরিচিতি (সংক্ষেপে)

 

বাংলাদেশের প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনাকালে (১৯৭৩ হইতে ১৯৭৮) “পার্বত্য চট্টগ্রামের রক্ষিত ও অশ্রেণীভুক্ত বনাঞ্চলে বনায়ন, জরীপ, সীমানা নির্ধারণ ও রিজারভেশন” শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় “অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগ” সৃষ্টি করা হয়। অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের সরকারী কার্যক্রম ০৪/0৫/19৭৭ ইং তারিখ হতে আরম্ভ হয়। 10টি ইউনিটের মাধ্যমে অত্র অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিভাগের বিভাগীয় কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার বনরূপা এলাকায় অবস্থিত। এ কার্যালয় থেকে ইউনিট সমূহ পরিচালনা করা হয়ে থাকে।

বনভূমি: অত্র অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগে 33870.37 একর বনভূমি ন্যস্ত করা হয়। তার মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় 16016.25 একর এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় 17854.12 একর।

প্রশাসনিক কার্যক্রম: অত্র বন বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে 8টি রেঞ্জ, 1টি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি ও ১টি বন কেন্দ্র অর্থাৎ মোট ইউনিট 10টি। তন্মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত ৪টি রেঞ্জ ও ১টি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ৪টি রেঞ্জ ও ১টি বন কেন্দ্র এর মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে।

 জনবল: প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব বাজেটের আওতায় সর্বমোট ১৪5 জন কর্মকর্তা/কর্মচারীর পদ সংস্থান রয়েছে।