Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনাঃ 

প্রতিটি জোতভূমির অবস্থান নির্ণয়কল্পে জোতভূমির GPS Co-ordinates (Latitude & Longitude)-গ্রহণ কার্য নিশ্চিতকরণ; সরকারি বন ও বনভূমি সংরক্ষণের মাধ্যমে বনায়ন কার্যক্রম গ্রহণ; বন বিভাগীয় জরাজীর্ণ অবকাঠামোগুলোর পুনঃ নির্মাণ/বিশেষ মেরামত কার্য নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ, পানি ইত্যাদি নাগরিক সুবিধা প্রদান; বিক্রয়-বিতরণের নিমিত্ত বনজ, ফলদ ও ভেষজ চারা উত্তোলন।


২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  1. বন ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জুম চাষ নিয়ন্ত্রণ ও বনবাসীর জীবনমান উন্নয়ন ইকোসিস্টেম উন্নয়নে ২টি উদ্বুদ্ধকরণ সভা আয়োজন।

  2. সম্প্রসারণের জন্য বিলুপ্ত প্রায় ২টি উদ্ভিদ প্রজাতি (তমাল ও সিভিট) এর  ৫০ টি চারা উত্তোলন ও রোপণ।

  3. ১০,০০০ টি বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির চারা উত্তোলনপূর্বক বিক্রয় বিতরণ।

  4. দাখিলার মাধ্যমে বাঁশ, উলুফুল, মেন্দার ছাল আহরণের অনুমতি প্রদানপূর্বক সরকারি রাজস্ব আদায়।